ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
গোয়ালন্দে সাবেক পৌর মেয়র নিজামের উদ্যোগে দেড় সহস্রাধিক কম্বল বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০১-২৫ ১৩:৪৯:৩১
গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ নিজামের পারিবারিক শিল্প প্রতিষ্ঠানের উদ্যোগে গতকাল ২৫শে জানুয়ারী হ্যাচারীর দেড় সহস্রাধিক গরীব-অসহায় মানুষের মধ্যে কম্বল করেন সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীসহ অন্যান্য অতিথিরা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ নিজামের পারিবারিক শিল্প প্রতিষ্ঠান গোয়ালন্দ হ্যাচারীজ, ফিশারীজ ও ফিডসের উদ্যোগে গতকাল ২৫শে জানুয়ারী দুপুরে হ্যাচারীর কার্যালয় থেকে দেড় সহস্রাধিক গরীব-অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
  সাবেক মেয়র শেখ মোঃ নিজামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, অন্যান্য অতিথিদের মধ্যে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ ও গোয়ালন্দ হ্যাচারীজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ