ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
ফরিদপুরের নগরকান্দায় দাঙ্গা-হাঙ্গামার প্রাক্কালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২২-০১-২৯ ১৩:১৩:৪২
ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ গত ২৮শে জানুয়ারী বিকালে অভিযান চালিয়ে গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামার প্রাক্কালে পুড়াপাড়া ইউনিয়নের মেহেরদিয়া গ্রাম থেকে ১২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে -মাতৃকণ্ঠ।

গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামার প্রাক্কালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের মেহেরদিয়া গ্রাম থেকে ১২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। 

  গত ২৮শে জানুয়ারী বিকালে নগরকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১০০টি সড়কি, ১৫টি কাতরা ও ৫টি ঢাল। এ সময় মেহেরদিয়া গ্রামের সবুর খান(২৫) নামে ১জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নগরকান্দা থানার এসআই ইলিয়াস হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। গতকাল ২৯শে জানুয়ারী গ্রেফতারকৃত সবুর খানকে আদালতে সোপর্দ করা হয়। 

  নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন জানান, গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামার জন্য দেশীয় অস্ত্রগুলো মজুদ করা হয়েছিল। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ