ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ী জেলায় ২৪ ঘন্টায় ৬০ জনের করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-৩০ ১৩:২৪:১১

রাজবাড়ী জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে।  

  জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল ৩০শে জানুয়ারী র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে রাজবাড়ী সদর হাসপাতাল, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬০ জনের রিপোর্ট পজিটিভ হয়। শনাক্ত হওয়া ৬০ জনের মধ্যে ২৮ জন রাজবাড়ী সদর, ১১ জন গোয়ালন্দ, ৯ জন বালিয়াকান্দি, ৭ জন পাংশা ও ৫ জন কালুখালী উপজেলার। 

  এ নিয়ে গতকাল পর্যন্ত রাজবাড়ী জেলায় সর্বমোট ১০ হাজার ৯৭৪ জনের করোনা শনাক্ত হলো। তার মধ্যে ১০ হাজার ৫২৪ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৮১ জন মারা গেছেন। এছাড়া ৫৭০ জন হোম আইসোলেশনে এবং ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ