ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
দুই সরকারী কর্মকর্তার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করলো আলীপুর ইউপির চেয়ারম্যান ও পরাজিত প্রার্থী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-৩০ ১৩:২৪:৪৯

চতুর্থ ধাপে গত ২৬শে ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 

  উক্ত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বক্কার ছিদ্দিক আনারস প্রতীকে নির্বাচিত হন। ৩জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২য় হয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বজলুর রশিদ মিঞা মিলন। নির্বাচনের পর পরই নবনির্বাচিত আবু বক্কার ছিদ্দিক নৌকা প্রতীকের প্রার্থী বজলুর রশিদ মিঞা মিলনের আপন ভাই পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমান মিঞার বিরুদ্ধে এবং বজলুর রশিদ মিঞা নির্বাচিত চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিকের আপন চাচাতো ভাই সিরাজগঞ্জের উপ-কর কমিশনার মেহেদী হাসান সুমনের বিরুদ্ধে ‘পদস্থ সরকারী কর্মকর্তা হয়েও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে” সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এরপর থেকে পরস্পরকে ঘায়েলের অশুভ কর্মকান্ড তাদের মধ্যে চলে আসছিল। 

  অবশেষে তারা পরস্পর সমঝোতা করে গতকাল ৩০শে জানুয়ারী আবু বক্কার ছিদ্দিক এবং বজলুর রশিদ মিঞা মিলন উভয়েই পরস্পরের বিরুদ্ধে(আইএমইডি বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমান মিঞার এবং উপ-কর কমিশনার মেহেদী হাসান সুমনের বিরুদ্ধে) করা অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন।    

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ