ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
আলীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আজাহার আলীর ১১তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ মাহফিল-কম্বল বিতরণ
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০২-০২ ১৪:১৮:২৯

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজাহার আলী শেখের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও কম্বল বিতরণ করা হয়েছে।  

  গতকাল ২রা ফেব্রুয়ারী দুপুরে মরহুমের পরিবারের আয়োজনে আলাদীপুর গ্রামের নিজ বাড়ীতে এই মিলাদ মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলের পূর্বে আলোচনা পর্বে মরহুম আজাহার আলী শেখের পুত্র আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শওকত হাসানের সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক ও মূলঘর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান ওহিদ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন সিকদার, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ, মরহুম আজাহার আলী শেখের আরেক পুত্র জেলা পরিষদের সদস্য ও আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান মিন্টু ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ মরহুম আজাহার আলী শেখকে আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী ও আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান হিসেবে উল্লেখ করে তার জীবন ও কর্মের স্মৃতিচারণ করেন। 

  এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক ও শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূইয়া, বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ইউনুস আলী, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শেখ, মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  আব্দুস সালাম, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী মোল্লা, সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান চুন্নু, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা হাবিবুর রহমান, দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

  আলোচনা পর্বের শেষে আলাদীপুর জামাই পাগলের মাজার মসজিদের ইমাম মাওলানা মোঃ জিহাদুল ইসলামের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলের পর গরীব-অসহায় ৮শত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এরপর খাবার বিতরণ করা হয়।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ