ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে পিআইবি’র আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-০৪ ১৩:০৫:১৩
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র আয়োজনে গতকাল ৩রা ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী সার্কিট হাউজ মিলনায়তনে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ ও বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র আয়োজনে রাজবাড়ীতে সাংবাদিকদের ২টি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। 

  গতকাল ৪ঠা ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী সার্কিট হাউজে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। 

  রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে এবং পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকতের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহীন মিয়া। স্বাগত বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী এবং রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন। 

  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সাংবাদিকদের আমরা থার্ড আই বলে থাকি। দেশের উন্নয়নের চিত্র, সরকার ও প্রশাসনের ত্রুটি-বিচ্যুতিগুলো জনসাধারণের সামনে তুলে ধরতে সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করে থাকে। এতে আমাদের প্রশাসন পরিচালনায় সহযোগিতা হচ্ছে। পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প না। শেখার কোন শেষ নাই, বয়স নাই। আশা করি এই প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে জেলার সাংবাদিকরা তাদের পেশাগত মানোন্নয়নের মাধ্যমে দেশ ও রাজবাড়ী জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  জেলা প্রশাসক আরও বলেন, আমি যোগদানের পর থেকে দেখে আসছি এখানকার সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ধরণ খুবই ভালো। পজিটিভ সংবাদকে প্রাধান্য দেন, যা খুবই ইতিবাচক। সংবাদ পরিবেশনের পাশাপাশি তারা বিভিন্ন তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করেন। আমার প্রত্যাশা থাকবে তারা এটা অব্যাহত রাখবেন। বর্তমানে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, তারপরও সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। 

  বিশেষ অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিসার শাহীন মিয়া বলেন, পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। আশা করি জেলার সাংবাদিকরা এই প্রশিক্ষণ থেকে লদ্ধ জ্ঞান তাদের কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে ভূমিকা রাখবেন। 

   স্বাগত বক্তব্যে পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী বলেন, প্রশিক্ষণ পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ক্যাপাসিটি বিল্ডআপের কাজ করে। যারা অংশগ্রহণ করছেন তারা মনোযোগ দিয়ে ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণ করলে উপকৃত হবেন।  

  রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক বলেন, এই প্রশিক্ষণ কোর্সের জন্য পিআইবি’কে ধন্যবাদ জানাচ্ছি। রাজবাড়ী জেলাটি ছোট হলেও ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ। আমাদের সাংবাদিকরা জাতীয় পর্যায়েও ভূমিকা রাখছেন। এই প্রশিক্ষণ তাদের পেশাগত মানোন্ননে কাজ করবে। 

  রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে পিআইবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই প্রশিক্ষণের ব্যবস্থা করায় পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সহকর্মী সাংবাদিকরা প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে পেশাগত মানোন্নয়নসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ভূমিকা রাখবেন। 

  উল্লেখ্য, ৩দিনব্যাপী (৪-৬ই ফেব্রুয়ারী) এই ২টি প্রশিক্ষণ কোর্সে(অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ ও বুনিয়াদি প্রশিক্ষণ) জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। 

  আগামীকাল ৬ই ফেব্রুয়ারী এই ২টি প্রশিক্ষণ সমাপ্ত হওয়ার পর একই স্থানে সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতা বিষয়ক এবং শিশু ও নারী উন্নয়ন আরো ২টি পৃথক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে ৬৫জন সাংবাদিক অংশগ্রহণ করবে।   

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ