রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধ মোঃ জিল্লুল হাকিমসহ তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে পাংশার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ই ফেব্রুয়ারী জোহর নামাজের পর পাংশা শহরের কেন্দ্রীয় জামে মসজিদসহ পৌরসভা এলাকার সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
জানা যায়, গত শনিবার বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির করোনা পজিটিভ জানার পর তার সুস্থতা কামনা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি বিশিষ্ট ব্যক্তিগণ দোয়া করেন।
তারই ধারাবাহিকতায় পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ রবিবার জোহর নামাজের পর পাংশা শহরের কেন্দ্রীয় জামে মসজিদসহ পৌরসভা এলাকার মোট ৫৭টি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
পাংশা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক সহিদুল ইসলাম সেলিম, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন ও পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার (রেজা)সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মসজিদের মুসল্লীরা উপস্থিত ছিলেন। পাংশা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মোঃ আব্দুল কুদ্দুস মোল্লা।
পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ মোঃ জিল্লুল হাকিমসহ তার পরিবারের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিসহ তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে রবিবার যোহর নামাজের পর পাংশা শহরের কেন্দ্রীয় জামে মসজিদসহ পৌরসভা এলাকার সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।