প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি কর্তৃক আয়োজিত রাজবাড়ীতে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের ২টি প্রশিক্ষণ (বুনিয়াদি ও অনুসন্ধানমূলক) কোর্স সমাপ্ত হয়েছে।
গতকাল ৬ই ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী সার্কিট হাউজ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক বক্তব্য রাখেন।
পিআইবি’র পরিচালক(অধ্যয়ন ও প্রশিক্ষণ) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, প্রশিক্ষণ গ্রহণকারী সাংবাদিকদের মধ্যে জাহাঙ্গীর হোসেন, হেলাল মাহমুদ, মোক্তার হোসেন, এজাজ আহম্মেদ, মাসুদ রেজা শিশির ও কাজী তানভীর মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, যেকোনো বিষয় ভালোভাবে জানা ও শেখার জন্য প্রশিক্ষণ অপরিহার্য। যেসব সাংবাদিকরা এই প্রশিক্ষণ গ্রহণ করলেন তারা সংবাদ পরিবেশনসহ পেশাগত উৎকর্ষ সাধনে এটা কাজে লাগাবেন। জেলার উন্নয়নের জন্য জনগুরুত্বপূর্ণ ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরবেন। যাতে সরকারের গোচরীভূত হওয়ার মাধ্যমে জেলার আরও উন্নয়ন ঘটাতে পারি। একসময় এত গণমাধ্যম ছিল না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই এটা সম্ভব হয়েছে। তিনি সাংবাদিকদের কল্যাণের জন্য অনেক কিছু করছেন। সাংবাদিকরা আমার খুব প্রিয়। মানুষ সাংবাদিকদের শ্রদ্ধা ও সম্মান করে। আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি। পদ্মা সেতুর উদ্বোধন হয়ে যাওয়ার পর দ্বিতীয় পদ্মা সেতু বা টানেল করার বিষয়টি সামনে আসবে। আপনারা বিষয়টি নিয়ে লেখালেখি করবেন, আর আমি চেষ্টা করবো সংসদে তোলার। তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পরবর্তী সভায় আমি রাজবাড়ীতে পিআইবির প্রশিক্ষণের বিষয়টি তুলে ধরবো। সদ্য প্রয়াত পীর হাবিবুর রহমান আমার একজন প্রিয় সাংবাদিক ছিলেন। তার রূহের মাগফেরাত কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, সাংবাদিকদের এই প্রশিক্ষণটা যুগোপযোগী। এ ধরনের প্রশিক্ষণ জাতীয় উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ বলেই আমি মনে করি। প্রশাসন ও সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া সাংবাদিকদের দায়িত্ব। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সরকারী নীতি-নির্ধারণে ভূমিকা রাখতে পারেন। কোড অব কন্টাক্ট, পেশাগত মানদণ্ড, নীতি-আইন, রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়, কিছু কিছু ক্ষেত্রে রক্ষণশীলতা এগুলো মেনে চলা উচিৎ। বিবেককে জাগ্রত রেখে মেধা-মনন কাজে লাগিয়ে পেশাগত দায়িত্ব পালন করবেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা বলেন, যেকোনো প্রশিক্ষণই পেশাগত মানোন্নয়নে অনন্য ভূমিকা রাখে। রাজবাড়ীর সাংবাদিকদের এই প্রশিক্ষণ পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি করবে।
পিআইবির পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) মোহাম্মদ আফরাজুর রহমান বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের কল্যাণে পিআইবি কাজ করে যাচ্ছে। আপনারা এই প্রশিক্ষণ পেশাগত মানোন্নয়নে কাজে লাগাবেন। ব্যর্থতা-দুর্বলতাগুলো তুলে ধরবেন। তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।
পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী বলেন, পিআইবি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন নিয়ে কাজ করে। আপনারা এই প্রশিক্ষণ কাজে লাগাবেন। জেলার উন্নয়নে কাজ করবেন।
আলোচনা পর্বের শেষে অতিথিগণ প্রশিক্ষণ গ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন। তার আগে সদ্য প্রয়াত জনপ্রিয় কলামিস্ট ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, ৩দিনব্যাপী (৪-৬ই ফেব্রুয়ারী) অনুষ্ঠিত এই ২টি প্রশিক্ষণ কোর্সে(বুনিয়াদি ও অনুসন্ধানমূলক রিপোর্টিং) জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
আজ ৭ই ফেব্রুয়ারী থেকে একই ভেন্যুতে (রাজবাড়ী সার্কিট হাউজ) একই সংখ্যক সাংবাদিকদের অংশগ্রহণে আরও ২টি প্রশিক্ষণ (শিশু ও নারী উন্নয়ন এবং মোবাইল সাংবাদিকতা বিষয়ক) শুরু হবে।