রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা এবং ভূমি অফিসার্স কল্যাণ সমিতির জেলা শাখার সভাপতি কামাল উদ্দিন খান(৪৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ১২ই ফেব্রুয়ারী সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কিডনী ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ১ পুত্র ও ২কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকালে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের নিজ বাড়ীতে জানাযার নামাজ শেষে তার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
জানাযাতে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম, কালুখালী থানার ওসি নাজমুল হাসানসহ ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।