ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
ঘোড়ার গাড়ীতে ইউনিয়ন পরিষদে এলেন রাজবাড়ী সদরের খানগঞ্জের নবনির্বচিত চেয়ারম্যান সোহান
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০২-১৩ ১৩:৪৭:০৮
রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান সোহান গতকাল ১৩ই ফেব্রুয়ারী সকালে ঘোড়ার গাড়ীতে চড়ে ইউনিয়ন পরিষদে এসে দায়িত্বভার গ্রহণ করেন -মাতৃকণ্ঠ।

ঘোড়ার গাড়ীতে চড়ে প্রথম দিন পরিষদে আসলেন রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান সোহান। 

  গতকাল ১৩ই ফেব্রুয়ারী সকালে কর্মী-সমর্থকদের নিয়ে খানগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের নিজ বাড়ী থেকে তিনি ঘোড়ার গাড়ীতে চড়ে পাষাণ মার্কেট, বেলগাছী পুরাতন বাজার, রেল স্টেশন হয়ে বিভিন্ন স্থান ঘুরে তিনি খানগঞ্জ ইউনিয়ন পরিষদে আসেন। এরপর ইউনিয়ন পরিষদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বেলগাছী রঘুনাথপুর জামে মসজিদের ইমাম আব্দুল হাই। দোয়া-মোনাজাত শেষে সবাইকে মিষ্টি খাওয়ানো হয়। পরে তিনি ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। 

  এ সময় খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরামুজ্জামান চৌধুরী রঞ্জু, সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক প্রামানিক ও খন্দকার গোলাম কিবরিয়া বাবলু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আব্দুল খালেক প্রামানিক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা চৌধুরী তন্বী, নবনির্বাচিত ইউপি সদস্যগণ, ইউপি সচিব সিরাজুল ইসলাম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কাজী শাহীন লিখন, মোমিনুল ইসলাম মিন্টু প্রামানিক, ছাব্বির প্রামানিক, চেয়ারম্যানের ছোট ভাই সজীব প্রামানিক, আকাশ আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

  নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান সোহান বলেন, প্রিয় খানগঞ্জ ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ইউনিয়নের উন্নয়নে সবসময় নিরলসভাবে কাজ করবো এবং ইউনিয়নবাসীর পাশে থাকবো। জনকল্যাণমূলক কাজে আমি সকলের সহযোগিতা চাই। সেই সাথে খানগঞ্জ ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, বহু বিবাহ, চাঁদাবাজী ও ইভটিজিংমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ