একটানা হেঁটে ১৩০ কিঃমিঃ পথ পাড়ি দিয়েছেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের দেলোয়ার মন্ডলের ছেলে ইকবাল মন্ডল।
গত ১২ই ফেব্রুয়ারী দিবাগত রাত ১২টা ১মিনিটে সে খুলনা রেলওয়ে স্টেশন থেকে পায়ে হাঁটা শুরু করে এবং ১৩ই ফেব্রুয়ারী রাত ১১টা ৩০মিনিটে কালুখালী এসে পৌঁছায়। এতে তার ঠিক সাড়ে ২৩ ঘণ্টা সময় লেগেছে।
এ ব্যাপারে ইকবাল মন্ডল বলেন, আমি দরিদ্র পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন পায়ে হেঁটে ও দৌড়ে রেকর্ড করার। স্পন্সর পেলে সামনে আরও এগিয়ে যেতে চাই। সরকারী বা কোনো বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে ভারতের আল্ট্রা ম্যারাথনে অংশগ্রহণ করতে চাই।
উল্লেখ্য, ইকবাল মন্ডল ২০২০ সালে এইচএসসি পাশ করে বর্তমানে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য অপেক্ষায় রয়েছে।