রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গতকাল ১৪ই ফেব্রুয়ারী সকালে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার আয়োজনে কালেক্টরেটের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক আবু কায়সার খান। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ হলেন ঃ কসবামাজাইল ইউপির শাহরিয়ার সুফল মাহমুদ, কলিমহর ইউপির বিলকিস বানু, সরিষা ইউপির আজমল আল বাহার বিশ্বাস, মাছপাড়া ইউপির খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, হাবাসপুর ইউপির আল মামুন খান, পাট্টা ইউপির আঃ রব বিশ্বাস, বাবুপাড়া ইউপির ইমান আলী, মৌরাট ইউপির হাবিবুর রহমান, যশাই ইউপির আবু হোসেন ও বাহাদুরপুর ইউপির সজীব হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় শপথ পরবর্তী আলোচনা পর্বে জেলা প্রশাসক আবু কায়সার খান, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে সরিষা ইউপির আজমল আল বাহার বিশ্বাস, মাছপাড়া ইউপির খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কলিমহর ইউপির বিলকিস বানু, হাবাসপুর ইউপির আল মামুন খান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী এবং পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবু কায়সার খান তার বক্তব্যে বলেন, সবাইকে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। একটা চমৎকার দিনে আপনাদের শপথ অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ ইউনিট। সুষ্ঠু ও সুন্দরভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য সবার সমন্বয় দরকার। চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বাররা সমন্বয় করে কাজ করবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করবেন। আপনারা ইউনিয়ন পরিষদের অভিভাবক। সবার সাথে মিলেমিশে কাজ করবেন। যারা নতুন চেয়ারম্যান হলেন তারা প্রয়োজন হলে পুরনো অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিবেন। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। তাদেরকে ঠিকমতো কাজে লাগাবেন। ইউএনও উপজেলার কো-অর্ডিনেটর(সমন্বয়কারী) হিসেবে কাজ করে। এ জন্য তার সাথে সমন্বয় করে টিম হিসেবে কাজ করবেন। কে ভোট দিয়েছে, আর কে দেয়নি সেটা বিবেচনা না করে সবার জন্য কাজ করবেন। করোনার টিকা গ্রহণের বিষয়ে মাইকিংসহ ইমাম ও পুরোহিতদের মাধ্যমে জনগণকে উৎসাহিত করবেন। এমন কোন কাজ করবেন না, যাতে সরকার বিব্রত হয়।
উল্লেখ্য, পঞ্চম ধাপে গত ৫ই জানুয়ারী পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।