মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর আয়োজনে কবি জীবনানন্দ দাশের ১২৩তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল ১৭ই ফেব্রুয়ারী বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা, কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ীর সভাপতি কবি সালাম তাসিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, নাট্যকার ম নিজাম, অংকুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সারোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক এম দেলোয়ার হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ীর সহ-সভাপতি এস.এম রশীদ আল কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সহকারী শিক্ষক শাহেদ আলী বিশ্বাস, আনিসুর রহমান, নাট্যকার অজয়দাস তালুকদার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জান্নাতুল ফেরদৌস মিমি, মামুন খান ও শেখ রেজোয়ান।