ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
উন্নত চিকিৎসার জন্য কাজী ইরাদত আলীকে আজ দিল্লীতে নেওয়া হচ্ছে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-২০ ১৭:১৪:০৫

ব্রেইন স্ট্রোক করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শিল্পপতি কাজী ইরাদত আলীকে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লীতে নেয়া হচ্ছে। 
  আজ ২১শে ফেব্রুয়ারী বেলা ১২টার দিকে পরিবারের সদস্যরা এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। দেশটির রাজধানী নয়াদিল্লীর ম্যাক্স নিউরোলজি হাসপাতালে তার চিকিৎসা চলবে। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। 
  উল্লেখ্য, ডায়াবেটিকে আক্রান্ত কাজী ইরাদত আলী গত ১৮ই ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার নিজ বাড়ীতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাকে রুমের ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এ সময় খবর পেয়ে চিকিৎসকেরা এসে প্রথমে বাড়ীতেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর দুপুর পৌনে ১টার দিকে অচেতন অবস্থায় হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বেলা সাড়ে ৩টায় তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। রাজবাড়ী থেকে ঢাকায় নেওয়ার পর তার জ্ঞান ফেরাসহ শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।   
  সুস্থ্যতার জন্য তার বড় ভাই রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও পরিবারের পক্ষ থেকে তার পুত্র কাজী রাকিবুল হোসেন শান্তনু এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ