মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন ঃ উপরে ছবিতে বাম থেকে জেলা প্রশাসক আবু কায়সার খানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ এবং চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার নেতৃত্বে সদর উপজেলা পরিষদসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তর ও সংগঠন শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে। উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।