ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ীতে বিএনপির দুই গ্রুপের উদ্যোগে পৃথকভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-২১ ১৭:২৫:০০

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গতকাল ২১শে ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী জেলা বিএনপি’র দুই গ্রুপের উদ্যোগে পৃথকভাবে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দান সংলগ্ন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। 
  সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 
  এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সাবেক সহ-সভাপতি এডঃ এম.এ গফুর, মোঃ আফছার আলী সরদার, গাজী আহসান হাবীব, রইচ উদ্দিন ডিউক, কে.এ সবুর শাহীনসহ সাবেক এমপি খৈয়মের অনুসারী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
  এর ঘণ্টাখানেক পর সকাল সাড়ে ৯টার দিকে জেলা বিএনপির সদস্য-সচিব(দায়িত্বপ্রাপ্ত) এডঃ কামরুল আলমের নেতৃত্বে অপর গ্রুপ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। 
  এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলী মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, যুবদল নেতা রেজাউল করিম রেজাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

 

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ