ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদরের বসন্তপুরে গ্রীষ্মকালীন বারি-৫ জাতের পেঁয়াজ চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০২-২৪ ১৩:৩২:৫৩
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ধুলদী লক্ষ্মীপুর গ্রামে গতকাল ২৪শে ফেব্রুয়ারী গ্রীষ্মকালীন বারি-৫ জাতের পেঁয়াজ চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ধুলদী লক্ষ্মীপুর গ্রামে গতকাল ২৪শে ফেব্রুয়ারী গ্রীষ্মকালীন বারি-৫ জাতের পেঁয়াজ চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
  ফরিদপুরের এনজিও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)’র আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ)-এর অর্থায়নে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 
  অনুষ্ঠানে অতিথি হিসেবে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম সহীদ নূর আকবর, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দীন সেক, এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ লিয়াকত আলী, প্রদর্শনী প্লটের কৃষক জমির খাঁসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। 
  রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম সহীদ নূর আকবর বলেন, গ্রীষ্মকালীন বারি-৫ জাতের পেঁয়াজ আগস্ট মাসে রোপণ করতে হয়। এই পেঁয়াজের ফলন ভালো হয় এবং এটি চাষ করলে কৃষকরা লাভবান হতে পারবে। এ বছর অতিরিক্ত বৃষ্টির কারণে রোপণ করতে দেরী হয়েছে। তারপরও ফলন ভালো হয়েছে। অনেক কৃষক এই জাতের পেঁয়াজ চাষে আগ্রহ প্রকাশ করছে। 
  এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান বলেন, যখন দেশে  পেঁয়াজের ঘাটতি হয় তখন আমাদের ইন্ডিয়ার উপর নির্ভরশীল হতে হয়। এই নির্ভরশীলতা কমানোর জন্য আমাদের দেশের কৃষি বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন। গ্রীষ্মকালীন বারি-৫ জাতের পেঁয়াজের সম্ভাবনা রয়েছে। এখন কিছু কিছু অঞ্চলে এর চাষ হচ্ছে। এখানকার প্রদর্শনীর পেঁয়াজ খুব ভালো হয়েছে। এই ফলন দেখে অন্য কৃষকরা এই পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছে। আমাদের পেঁয়াজের যে ঘাটতি রয়েছে তা এই গ্রীষ্মকালীন চাষে অনেকটাই দূর করা সম্ভব। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এসডিসি’র মাধ্যমে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে।
  প্রদর্শনী প্লটের কৃষক জমির খাঁ জানান, তিনি ২৫ শতাংশ জমিতে এই গ্রীষ্মকালীন বারি-৫ জাতের পেঁয়াজের প্রদর্শনী প্লট করেছেন। এতে ২২ হাজার টাকার মতো খরচ হয়েছে। ধারণা করছেন ৪০ মণের মতো ফলন পাবেন। বর্তমানে বাজারে পেঁয়াজের যে দাম তাতে ৬০ হাজার টাকার মতো বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। 

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ