ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের ক্যারাট প্রশিক্ষণ উদ্বোধন
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২২-০২-২৫ ১৩:৪৫:৫৯
মহিলা বিষয়ক অধিদপ্তরের অয়োজনে গতকাল ২৫শে ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৌর কিশোর-কিশোরী ক্লাবে ক্যারাট প্রশিক্ষণের উদ্বোধনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ২৫শে ফেব্রুয়ারী বিকালে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের ক্যারাট প্রশিক্ষণ শুরু হয়েছে। 
  মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোর ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় গতকাল ২৫শে ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়স্থ পৌর কিশোর-কিশোরী ক্লাবে এই ক্যারাট প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 
  মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা বক্তব্য রাখেন এবং ক্যারাট প্রশিক্ষণ উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের প্রোগ্রাম অফিসার তহমিদা খানম। আরো বক্তব্য রাখেন ক্যারাট প্রশিক্ষক ফজর আলী ফয়েজ। 
  অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহাসহ অন্যান্য বক্তাগণ মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমসহ কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় ক্যারাটের প্রশিক্ষণার্থী কিশোর-কিশোরী ক্লাবের সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
  মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন জানান, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় ৪৫টি কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। প্রতিটি ক্লাবে ১০-১৯ বছর বয়সী ১০ জন ছেলে ও ৩০ জন মেয়ে সদস্য রয়েছে। পর্যায়ক্রমে তাদেরকে এই ক্যারাট প্রশিক্ষণ প্রদান করা হবে। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ