ঢাকা বুধবার, জুলাই ২, ২০২৫
ভ্রাম্যমাণ আদালতে পাংশার ২টি ইট ভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা
  • শামীম হোসেন
  • ২০২২-০৩-০১ ১৪:১০:৩৫

লাইসেন্স না থাকা ও জ্বালানী হিসেবে কাঠ ব্যবহারের দায়ে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ২টি ইট ভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

  গতকাল ১লা মার্চ দুপুরে পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

  অভিযানকালে লাইসেন্স না থাকা ও জ্বালানী হিসেবে কাঠ ব্যবহারের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের সংশ্লিষ্ট ধারায় বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর গ্রামে অবস্থিত কেএমবি ব্রিকসকে ১লক্ষ টাকা এবং হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামে অবস্থিত এসকেবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাংশা থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

  উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারী রাজবাড়ীর সাপ্তাহিক সাহসী সময় পত্রিকায় ‘পাংশায় আ’লীগ নেতার ইট ভাটায় অবৈভাবে কাঠ পোড়ানো হচ্ছে’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হলে এ ব্যাপারে উপজেলা প্রশাসন তৎপর হয়। 

 বালিয়াকান্দিতে গলাকেটে কৃষক হত্যা চেষ্টা আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
 গোয়ালন্দে বাড়ছে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব॥আতঙ্কিত কৃষক ও খামারীরা
 মাটিপাড়া বাজারে ধূমপান ও তামাক  পণ্য আইনে মোবাইল কোর্টে জরিমানা
সর্বশেষ সংবাদ