ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
র‌্যাবের অভিযানে দৌলতদিয়ায় হাতের কব্জি কেটে ফেলার ঘটনার মূল হোতা হুমায়নসহ ২জন গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৩-০৯ ১৪:১২:১৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় রিয়াজ শেখ(২৫) নামে এক যুবকের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার ঘটনার মূল হোতা হুমায়ুন শেখ(১৮) ও তার সহযোগী ফরহাদ শেখ (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব। 

  গতকাল ৯ই মার্চ দুপুরে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৌলতদিয়ায় যুবকের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলার ঘটনা জানার পর গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ঘটনার মূল হোতা হুমায়ুনকে কুষ্টিয়া থেকে এবং ফরহাদকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়। 

  গ্রেফতারকৃত হুমায়ুন শেখ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার হাশেম শেখের ছেলে এবং ফরহাদ শেখ একই গ্রামের সালেক শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাবে হুমায়ুনের স্বীকারোক্তিতে জানা যায়, তার সাথে পার্শ্ববর্তী এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু রিয়াজের কারণে তাদের মধ্যে মনোমালিন্য তৈরী হয়। এর জেরে রিয়াজের উপর হামলা চালানো হয়। এছাড়াও হুমায়ুন বিভিন্ন অসামাজিক ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। ইতিপূর্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় সে ১৪দিন কারাভোগ শেষে বর্তমানে জামিনে রয়েছে। 

  গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব তাদেরকে রাজবাড়ী রেলওয়ে থানায় হস্তান্তর করেছে। 

  উল্লেখ্য, প্রেমঘটিত বিরোধের জেরে গত ৬ই মার্চ সন্ধ্যায় দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকায় ধারালো দায়ের কোপে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়া রিয়াজ শেখ(২২) দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়ার বাবু শেখের ছেলে। বর্তমান সে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ