রাজবাড়ী একাডেমীর আয়োজনে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২দিনব্যাপী বাংলা উৎসব শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল ১১ই মার্চ সকালে প্রথমে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় উৎসবের উদ্বোধন অনুষ্ঠান।
রাজবাড়ী একাডেমীর সভাপতি ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ইকবাল হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী ও অন্যান্য অতিথিদের মধ্যে ড. সুলতানা আলম প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী একাডেমীর সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমীর সদস্য নিলয় সাহা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, পৃথিবীর এমন কোন দেশের ইতিহাসে নাই যে সেই দেশের মানুষ তাদের মাতৃভাষার জন্য আত্মাহুতি দিয়েছে। ভাষা আন্দোলনের পথ ধরেই আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছি, দেশটাকে স্বাধীন করেছি। বাংলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবনী, এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেলাম-এসব নতুন প্রজন্মকে জানাতে হবে। সুজলা-সুফলা, শস্য-শ্যামলা পল্লীর স্নিগ্ধ শ্যামলময় মাঠ, পাখি ডাকা, ছায়াঢাকা এই দেশ। যে দেশের মাঝি-মাল্লারা গান গেয়ে মানুষের মন জয় করে। ঝিঁ ঝিঁ পোকা সন্ধ্যায় বাজায় ঘুম-পাড়ানি বাঁশি। আমাদের মাতৃভূমি এই দেশটাকে উজার করে ভালোবাসতে হবে। ভাষা শহীদগণ তাদের রক্ত দিয়ে আমাদের ভাষা দিয়ে গেছে, মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে দেশ দিয়ে গেছে-এই দেশ গড়ার দায়িত্ব এখন আমাদের।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যে মানসিক প্রশান্তির সৃষ্টি হবে তা তাদেরকে লেখাপড়াতেও উজ্জীবিত করবে। ভালো কাজে আগ্রহ বাড়াবে। তাদের মানসিক বিকাশ ঘটবে। প্রতিভার বিকাশ ঘটবে। মনের খোরাক মিটবে।
উল্লেখ্য, ২দিনব্যাপী এই উৎসবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুইজ, আবৃত্তি, অভিধান থেকে শব্দ বের করা, চিত্রাঙ্কন, দেয়ালিকা, বানান সংশোধন, সুন্দর হাতের লেখাসহ প্রায় অর্ধশত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।