ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদরের মিজানপুরের বড় চর বেণীনগরে অগ্নিকান্ডে বসতবাড়ী পুঁড়ে ছাই
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২২-০৩-১৪ ১৪:০৮:১২

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চর বেণীনগর গ্রামে গতকাল ১৪ই মার্চ বিকালে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে একটি বসত বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে।
  এতে একই পরিবারের ৪ ভাইয়ের এল আকৃতির বড় টিনের ঘরটি সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। 
  ক্ষতিগ্রস্ত মোমিন সরদার জানান, বাড়ীর যে কক্ষে বিদ্যুতের মেইন সুইচ ছিল সেই কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা দেরীতে আসায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 
  রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মোঃ আব্দুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই তাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
   রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার সহায়তার আবেদন করলে তাদেরকে সহায়তা করা হবে। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ