প্রতিষ্ঠার ১৩তম বছরে পদার্পণ উপলক্ষ্যে রাজবাড়ীতে নানা আয়োজনে গতকাল ১৫ই মার্চ রাতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রাত পৌনে ৮টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, কেক কাটা, কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ প্রতিদিনের সদ্য প্রয়াত নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের অকাল মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন বার্তা ২৪ এর স্টাফ রিপোর্টার সোহেল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, বাংলাদেশ প্রতিদিন দেশের সেরা পত্রিকা। এই পত্রিকাটি শুধু দেশেই নয়, যারা প্রবাসে থাকেন তারাও নিয়মিত পড়েন। তিনি পত্রিকাটির সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকার প্রত্যাশাসহ জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসের পেশাগত ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
প্রধান বক্তা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি দেশের সবচেয়ে পাঠকপ্রিয় একটি পত্রিকা। এই পত্রিকাটি দেশের আপামর মানুষের আস্থা অর্জন করেছে। তিনিও পত্রিকাটির আরও সাফল্য কামনা করেন।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বাংলাদেশ প্রতিদিন মাত্র ১৩ বছরে পদার্পণ করলেও মনে হয় পত্রিকাটি আরও অনেক পুরনো। যেভাবে তারা সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে তা অত্যন্ত প্রশংসনীয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখও তার বক্তব্যে বাংলাদেশ প্রতিদিনের ভূয়সী প্রশংসা ও আরো সফলতা কামনা করেন।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ প্রতিদিনের রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ^াস পাঠকপ্রিয়তা ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবেলায় সবার সহযোগিতা কামনা করেন। জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।