রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৬ই মার্চ বেলা ১১টায় জেলা কলেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা বালু মহাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায় প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলামসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিপুল শিকদারসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ১৪২৯ বাংলা সনে জেলার ৬টি এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৫টি যথাক্রমে- চর জাজিরা মৌজার বালু মহাল, চর নরসিংহদিয়া মৌজার বালু মহাল, ফুরসাহাট মৌজার বালু মহাল, নয়নসুখ মৌজার বালু মহাল, খাস চর পদ্মা মৌজার বালু মহাল এবং কালুখালী উপজেলার পাতুরিয়া মৌজার বালু মহাল ইজারা প্রদানের লক্ষ্যে কার্যক্রম শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।