ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মসূচী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৩-১৬ ১৫:৪২:২৬

যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। 
  এ উপলক্ষ্যে আজ ১৭ই মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, ১০টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে শিশুদের নিয়ে কেক কেটে, বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন, দুপুর ১টায় হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টান্ন বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন, সুবিধামত সময়ে কোরআন খতম ও দোয়া মাহফিল, মসজিদ, মন্দির, গীর্জাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাবার/মিষ্টান্ন বিতরণ, বিকাল সাড়ে ৪টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গণের মুক্তমঞ্চে আলোচনা সভা, শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিবসটি উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে বর্ণিল আতশবাজী প্রদর্শনী।

 

আওয়ামী লীগ ১৭ বছর হিন্দুদের নিরাপত্তা দিতে পারে নাই ঃ খৈয়ম
রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ শহীদ মুগ্ধ অঞ্চলের ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র
রাজবাড়ীতে ১২০ টাকায় আবেদন করে যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেল ১৫জন
সর্বশেষ সংবাদ