ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নতুন ৩৬জনসহ রাজবাড়ী জেলায় ৯৭৩ জনের করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৭-২২ ১৫:৪২:৪৭

গত ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর উপজেলার মৃত ১জনসহ জেলার আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭৩ জনে।   
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গতকাল ২২শে জুলাই ৭৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। গত ১৯শে জুলাই নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল। তাদের মধ্যে ৩৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার মৃত ১ জনসহ ২৬ জন (৪২টি স্যাম্পলের মধ্যে), পাংশা উপজেলার ৬ জন (১৮টি স্যাম্পলের মধ্যে) এবং কালুখালী উপজেলার ৪ জন (১১টি স্যাম্পলের মধ্যে) রয়েছেন। 
  সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত রাজবাড়ী জেলার শনাক্ত হওয়া আক্রান্তদের মধ্যে ৫২৭ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৯ জন মারা গেছেন। এছাড়া ২৫ জন হাসপাতালে ভর্তি এবং ৩৭৬ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
  উল্লেখ্য, গতকাল ২২শে জুলাই যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক(৪৭), সদর উপজেলার আঃ রউফ মিয়া(৫৫), সাজিদুর রহমান(৫৭), লুৎফর রহমান(৪০), আমির আলী মোল্লা(৫২), সুমাইয়া(৩২), ইউনুস(২৯), আঁখি(২০), মোঃ আরজু রহমান(৪৭), শিখা(৩৩), গোলাম গাউস(৬২), সোমা সরকার(২৫), মোঃ আব্দুল মালিক (৭৮), বেগম শামসুন্নাহার (৭০), ডাঃ নাজনীন সুলতানা(৪৮), ডাঃ রবিউল জাহান সরকার(৫০), আয়শা তাবাসসুম(২০), মোঃ জরিপ ভুঁইয়া(১১), শিউলী(২৫), সেলিনা(৩০), সাদী(৩০), ফাতেমা, শিমু(৬০), ওহিদুল(৫১), শাওন(৩০), আনিসুজ্জামান(২৮), তকদির(২৪), মোঃ বিল্লাল(৬৪), পাংশা উপজেলার আসাদুজ্জামান(৪০), মাসুদ সরদার(৪৯), আবু কাশেম(৫৯), খোরশেদ মন্ডল(১৮), মামুন(৩০), সুবল চন্দ্র প্রামানিক(৬২), ডাঃ সুপ্রভা আহমেদ, কালুখালী উপজেলার লিপটন কুমার দেবদাস(৩৯), দীপ(২৫), মোঃ আব্দুল কাদের(৪০), পরিতোষ চন্দ্র সাহা(৮৪)। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ