ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীর রামকান্তপুরে রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার উদ্বোধন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৩-২৩ ১৪:৫৭:০৬

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের মোল্লাবাড়ীস্থ রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার আগামীকাল ২৫শে মার্চ উদ্বোধন উপলক্ষ্যে গতকাল ২৩শে মার্চ সকালে পাঠাগারে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 
  সাংবাদিক সম্মেলনে রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলাম বলেন, মানবতার সেবাই মানবজীবনের সার্থকতা। এই চেতনায় ২০১৮ সালে মরহুম পিতা-মাতার নামে রাবেয়া-কাদের ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, কারোনাকালে কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণ, শীতবস্ত্র বিতরণ, খেলাধুলার পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালিত আসছে। এরই ধারাবাহিকতায় এই পাঠাগারটি গড়ে তোলা হয়েছে। শুরুতে পাঠাগারটি ছোট হলেও ভবিষ্যতে এর পরিসর বাড়ানো হবে। পাঠাগারে বর্তমানে ২হাজার বই আছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আরও ৪৫২টি বই আসছে। অনেক ব্যক্তিগতভাবে বই উপহার দিয়েছে। এখানে বসে বই পড়ার পাশাপাশি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা পড়া যাবে। সপ্তাহের ৭দিনই পাঠাগারটি বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। তবে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। এছাড়া সপ্তাহে একদিন শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও গানের প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও প্রতি মাসে এক্সট্রা কারিকুলামের ব্যবস্থা থাকবে। ২৫শে মার্চ বিকাল ৪টায় পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, উদ্বোধক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জোবাইদা নাসরীন, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাসসহ অন্যান্য অতিথিগণ উপস্থিত থাকবেন। 
  সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের কর্মসূচী বাস্তবায়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক শেখ রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ