ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
পাকিস্তানের ইসলামাবাদে গণহত্যা দিবস পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৩-২৬ ১৬:২২:১৫

পাকিস্তানের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালন করেছে। 
  হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ উপলক্ষে দূতালয় প্রাঙ্গন ব্যানার ও পোস্টারে সজ্জিত করা হয়।  অনুষ্ঠানে শুরুতে সকল কর্মকর্তা ও কর্মচারী কালোব্যাজ ধারন করেন।
  পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানের আলোচনা পর্ব শুরু হয়। আলোচনা পর্বের শুরুতে গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। ২৫শে মার্চ কালরাতে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে হানাদার বাহিনীর হাতে যারা শহিদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। হাইকমিশনার মোঃ রুহুল আলম সিদ্দিকী ১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত বাঙ্গালীর উপর বিনা প্ররোচনায় অতর্কিত ওবর্বরোচিত হত্যাযজ্ঞ চালানোর জন্য পাকিস্তান দখলদার বাহিনীর তীব্র নিন্দা জানান। 
  তিনি বলেন, এই গণহত্যা দিবস আমাদের জন্য একই সাথে বেদনাদায়ক ও কষ্টের। ২৫শে মার্চের এ হত্যাকান্ড গণহত্যার সকল বৈশিষ্ট পূরণ করে বিধায় এটিকে “গণহত্যা দিবস” হিসাবে ঘোষণা করা যথাযথ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। 
  হাইকমিশনার আরও বলেন, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা গণহত্যায় সহায়তা করেছিল, বিভিন্নভাবে গণহত্যার মত ঘৃণ্যকর্ম করেছিল এবং যারা মানবতা বিরোধী আপরাধে জড়িত ছিল ‘আন্তর্জাতিক অপরাধট্রাইবুনাল’ গঠন করে মানবতা বিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। 
  আলোচনা শেষে ১৫ই আগস্ট ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের এবং২৫ মার্চ ১৯৭১ সালের কালোরাতে শাহাদাতবরণকারীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে দূতাবাসের সকল বাতি নিভিয়ে এক মিনিটের জন্য ‘ব্ল্যাক আউট’ করা হয়। এরপর, ২৫শে মার্চ কালরাতে শাহাদাতবরণকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হাইকমিশনার মোঃ রুহুল আলম সিদ্দিকীর নেতৃত্বে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী মোমবাতি প্রজ্জ্বলন করেন। 

 কাতারে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের মতবিনিময়
রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
সর্বশেষ সংবাদ