রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বিষ্ণুপুর শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা গত ২৮শে মার্চ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিকালে প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনারারী ক্যাপ্টেন আলী আহসান চৌধুরী, সোনালী ব্যাংক রাজবাড়ী শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক ভূঁইয়া, গ্রামীণ ব্যাংকের বরাট শাখার ম্যানেজার আবুল বাসার, আবুল কাশেম খান, ডাঃ আব্দুল খালেক, স্কুলের প্রধান শিক্ষক আসমা খাতুন, সহকারী শিক্ষক আকরাম হোসেন, শিখা খাতুন, মোছাঃ দোলন প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের পরিচালক শেখ মোঃ জাহিদুন্নবী।