রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গত ১লা এপ্রিল রাতে সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচরন্দ গ্রাম থেকে ১টি পাইপগান, ১টি কার্তুজ ও ১টি চাইনিজ কুড়ালসহ ২জন গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ছোট নূরপুর গ্রামের চামারপাড়ার ফরিদ শেখের ছেলে মামুন শেখ(২২) ও লতিফ শেখের ছেলে নাজমুল শেখ(২১)। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২রা এপ্রিল তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।