বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৪ঠা এপ্রিল সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে প্রথমে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম ও পাংশা প্রেসক্লাবের সভাপতি এস.এম রাসেল কবির প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।