ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
দৌলতদিয়ায় শিশু কন্যার জন্মদিনে গলায় ফাঁস নিয়ে পিতার আত্মহত্যা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৪-০৪ ১৪:৫৫:২৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের গণি শেখের পাড়ায় গত ৩রা এপ্রিল সন্ধ্যায় গলায় ফাঁস নিয়ে রুবেল বিশ্বাস(২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। 
  বাড়ীর সবাই যখন ইফতার নিয়ে ব্যস্ত তখন সে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। ওইদিনই ছিল রুবেলের একমাত্র মেয়ে রাইসার দ্বিতীয় জন্মদিন। কিন্তু তার স্ত্রী-সন্তান সেদিন বাড়ীতে ছিল না। 
  স্থানীয়দের মতে পারিবারিক কলহ, বেকারত্ব এবং স্ত্রী-সন্তান কাছে না থাকার কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। 
  রুবেলের পিতা সালাম বিশ্বাস জানান, ৫বছর আগে অনেক টাকা ব্যয় করে তিনি রুবেলকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাঠান। সেখানে থাকতেই সে মোবাইলে হবিগঞ্জের শ্রীমঙ্গল উপজেলার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এ জন্য ২বছরের মধ্যেই সে বাড়ী ফিরে আসে। তারপরও পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক মেনে নিয়ে তাদের বিয়ে দেয়া হয়। রুবেল স্থানীয় একটা কারখানায় কাজ নেয়। তবে করোনার কারণে সেখানে ঠিকমতো কাজ হতো না। এর মধ্যে ওদের একটা মেয়ে হয়। ৩রা এপ্রিল ছিল মেয়েটির দ্বিতীয় জন্মদিন। ওইদিনই সে গলায় ফাঁস নেয়। 
  রুবেলের স্ত্রী সুমাইয়া আক্তার(২২) বলেন, দুই সপ্তাহ আগে সে মেয়েকে নিয়ে বাবার বাড়ীতে গিয়েছিল। স্বামীর আত্মহত্যার খবর পেয়ে এসেছেন। তাদের মধ্যে কোন কলহ ছিল না বলে তিনি দাবী করেন। তবে বেকারত্ব নিয়ে সে হতাশাগ্রস্ত ছিল। 
  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গলায় ফাঁস নেয়ার পরপরই পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। 

 

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ