ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
কাল রাজবাড়ীতে আসছেন কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৪-০৫ ১৫:১১:২০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, এমপি আগামীকাল ৭ই এপ্রিল দুপুরে রাজবাড়ী সফরে আসছেন।     

  কৃষি মন্ত্রীর একান্ত সচিব(উপসচিব) মোহাম্মদ রাজীব সিদ্দিকী স্বাক্ষরিত মন্ত্রীর সফরসূচী সূত্রে জানা গেছে, আগামীকাল ৭ই এপ্রিল, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, এমপি রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও বিপণন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

  এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ফরিদপুর সদর উপজেলায় শাহিদা বেগমের পেঁয়াজ বীজ উৎপাদন খামার পরিদর্শন এবং তার পূর্বে সকাল সাড়ে ৯টায় মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পাশের নগর ও ঘিওর উপজেলার বানিয়াজুরীতে ব্রিধান ৮৯-৯২ এর বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করবেন। রাজবাড়ীতে মতবিনিময় শেষে বিকাল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।   

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ