ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
দৌলতদিয়ায় যানজট অব্যাহত॥মহাসড়কে ৫কিঃ মিঃ এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৪-০৫ ১৫:১৭:৫৮

ফেরীর স্বল্পতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি যানবাহনের অতিরিক্ত চাপে দৌলতদিয়া ঘাট এলাকার যানজট অব্যাহত রয়েছে।

  গতকাল ৫ই এপ্রিল দুপুরে সরেজমিনে গিয়ে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় পর্যন্ত ৫কিঃ মিঃ জুড়ে কয়েকশত পণ্যবাহী আটকে থাকতে দেখা গেছে। গ্রীস্মের প্রখর রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা আটকা থাকায় এসব যানবাহনের চালক-শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। 

  বেনাপোল স্থলবন্দর থেকে ছেড়ে আসা তুলা বোঝাই একটি ট্রাকের চালক শরাফত হোসেন বলেন, ভোরে এখানে এসে সিরিয়ালে আটকা পড়েছি। যে পরিমাণ গাড়ীর সিরিয়াল দেখছি তাতে মনে হয় না বিকালের মধ্যে ঘাট পার হতে পারবো। গরমের মধ্যে কষ্ট হচ্ছে।

   বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, ফেরী সংকটের পাশাপাশি অতিরিক্ত গাড়ীর চাপে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে এই রুটে ১৮টি ফেরী রয়েছে। তার মধ্যে ১টি মেরামতের জন্য পাটুরিয়া ঘাটের ডকইয়ার্ডে রয়েছে। ফেরী না বাড়ালে এই সংকট দূর হবে না। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ