ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৪-০৬ ১৪:৩২:৫৩

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে ‘সবাই মিলে খেলা করি-মাদকমুক্ত সমাজ গড়ি’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই এপ্রিল দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) শাহনেওয়াজ রাজু বিপিএম-সেবা, পিপিএম, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর মাহফুজা খাতুন মলি ও ক্রিকেটার মিরাজুল ইসলাম তুর্য প্রমুখ বক্তব্য রাখেন।

  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা খুবই দরকার। যুব সমাজকে মাদক-সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গীবাদ থেকে দূরে রাখার জন্য সবসময় খেলাধুলার মধ্যে রাখতে হবে। শুধুমাত্র ক্রিকেট-ফুটবলই না, সব ধরনের খেলাধুলা করতে হবে। যে বয়সের যার যে ধরনের খেলা উপযোগী সেটাই খেলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা চালু রাখতে হবে। সুস্থ-সবল, মননশীল জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নাই।  

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ