রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নদী ভাঙন কবলিত ১৯২ জনের মধ্যে গতকাল ৭ই এপ্রিল সকালে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং নদী ভাঙন কবলিতদের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হকের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী বজলুর রহমান খান এবং ইউপি চেয়ারম্যানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলার নদী ভাঙন কবলিতদের মধ্যে প্রথম পর্যায়ে ১৯২ জনের মধ্যে ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়। পরবর্তীতে নদী ভাঙন কবলিতদের জন্য আরও অনুদানের চেক আসবে বলে জানা গেছে।