মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার শালমারা নিশ্চিন্তপুর গ্রামের দরিদ্র কৃষক পরিবারের সন্তান জিহাদ হোসেন মন্ডলকে নিয়ে দৈনিক মাতৃকণ্ঠ ও অনলাইন পোর্টাল বার্তা ২৪.কমে সংবাদ প্রকাশের পর তাকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
গতকাল ১০ই এপ্রিল সকালে জেলা প্রশাসক আবু কায়সার খান তার অফিস কক্ষে মেডিকেল কলেজে ভর্তি বাবদ জিহাদের হাতে ২০ হাজার টাকা তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান ও শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, দৈনিক মাতৃকণ্ঠ ও বার্তা ২৪.কমে সংবাদ প্রকাশিত হলে জিহাদের অস্বচ্ছলতার বিষয়টি জানতে পারি। তাই প্রাথমিকভাবে জিহাদকে মেডিক্যাল কলেজে ভর্তি বাবদ ২০ হাজার টাকা প্রদান করা হলো। পরবর্তীতেও তার পাশে থাকবো। এ ধরনের একটি মানবিক রিপোর্ট প্রকাশ করার জন্য তিনি দৈনিক মাতৃকণ্ঠ ও বার্তা ২৪.কম’কে ধন্যবাদ জানান। জেলা প্রশাসক জিহাদের উদ্দেশ্যে বলেন, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। বাবা-মার মুখ যাতে আরও উজ্জ্বল হয় সেরকম কাজ করবে। মেডিকেলের পড়ালেখা শেষ করে দেশের মানুষের স্বাস্থ্য সেবায় নিজেকে নিয়োজিত রাখবে।
জিহাদ বলেন, আমি জেলা প্রশাসক স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমাকে নিয়ে রিপোর্ট করার জন্য দৈনিক মাতৃকণ্ঠ ও বার্তা ২৪.কম প্রতিও আমার পরিবার কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে আমি একজন মানবিক মানুষ হতে পারি।
শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম বলেন, জিহাদকে দৈনিক মাতৃকণ্ঠে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ডিসি স্যার জিহাদকে ২০ হাজার টাকা প্রদান করলেন। এটা ওর জন্য অনেক বড় প্রাপ্তি। ও যাতে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে সেই দোয়া করি।
উল্লেখ্য, গত ৭ই এপ্রিল দৈনিক মাতৃকণ্ঠে “মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় চান্স পেলেও অর্থের অভাবে দরিদ্র জিহাদের ভর্তি অনিশ্চিত!” শিনোরমে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
বালিয়াকান্দি উপজেলার শালমারা নিশ্চিন্তপুর গ্রামের দরিদ্র কৃষক আজগর আলী মন্ডলের ছেলে জিহাদ হোসেন মন্ডল চলতি বছরের মেডিকেলে ভর্তির পরীক্ষায় ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।