ঢাকা মঙ্গলবার, মে ১৩, ২০২৫
বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দাবা প্রতিযোগিতা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৪-১১ ১৪:৩৬:৪৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ২দিনব্যাপী দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।   গতকাল ১১ই এপ্রিল সকালে বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, প্রণব দাস, ইকবাল হোসেন, দাবা প্রতিযোগিতার আয়োজক বিদ্যালয়ের চেজ ইউনিয়নের সভাপতি কাজী জীম, সহ-সভাপতি চিন্ময় মৈত্র, সাধারণ সম্পাদক অনিন্দ্য মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় দেব রায়, রিতম দে, সুমিত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর ২০ জন শিক্ষার্থী এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। 

 

গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের  ওপর হামলার মামলায় সুজ্জল-সোহেল জেল হাজতে
নাশকতার মামলায় রতনদিয়া ইউনিয়ন  যুবলীগের সেক্রেটারী মিজানুর গ্রেফতার
গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফের যোগদান
সর্বশেষ সংবাদ