ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০২২ উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৪-১১ ১৪:৫৭:০৭

রাজবাড়ীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন হয়েছে। 
  জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল ১১ই এপ্রিল সকালে রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহবুবুর রহমান শেখ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, গোলাম মওলা, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, কোষাধ্যক্ষ এডঃ তসলিম উদ্দিন আহম্মেদ তপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তার মধ্যে উদ্বোধনী খেলায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় দল ও খানখানাপুর সুরাজ মোহিনী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। আগামী ২০শে এপ্রিল জেলা পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ