রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠ, সাপ্তাহিক সাহসী সময় এবং সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিনের পিতা খোন্দকার আব্দুল মালেকের দশম মৃত্যু বার্ষিকী গতকাল ১০ই মে পালিত হয়েছে।
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে খোন্দকার আব্দুল মালেকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআনখানী ও গতকাল রবিবার বিকালে কবর জিয়ারত করা হয়। সন্ধ্যায় সামাজিক দূরত্ব মেনে দরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়। রাতে তারাবীহ নামাজ শেষে স্বাস্থ্য বিধি মেনে রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের ইমাম মোঃ মনির হোসেন।
উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও ভিডিপি’র অবসরপ্রাপ্ত হিসাব রক্ষক এবং ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের প্রাক্তন সভাপতি খোন্দকার আব্দুল মালেক দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক, হৃদরোগ ও কিডনী সমস্যায় ২০০৯ সালের ২৬শে অক্টোবর তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। এরপর দীর্ঘ প্রায় ৮মাস যাবৎ ঢাকায় তার কিডনীর ডায়ালাইসিস করা হয়। তিনি ২০১০ সালের গত ১০ই মে বিকেল সাড়ে ৫টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২বছর।