ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
দৌলতদিয়ায় সাড়ে ৩কিঃ মিঃ জুড়ে ট্রাকের সারি॥তীব্র গরমে ভোগান্তি
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৪-১৮ ১৪:৩৩:৩৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় আটকে থাকা ট্রাক-কাভার্ড ভ্যানের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। 

  গতকাল ১৮ই এপ্রিল দুপুরে সরেজমিনে ঘুরে দৌলতদিয়া ঘাট থেকে ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পর্যন্ত জাতীয় মহাসড়কের প্রায় সাড়ে ৩কিঃ মিঃ জুড়ে আটকে থাকা ট্রাক-কাভার্ড ভ্যানের সারি দেখা গেছে। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় এগুলোর চালক-শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে যাত্রীবাহী বাসগুলো সামান্য অপেক্ষার পরই ফেরীতে ওঠার সুযোগ পাচ্ছে। 

  ফরিদপুর থেকে ছেড়ে পাউডার বোঝাই একটি ট্রাকের চালক রাসেল আহমেদ বলেন, সকাল ৭টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় এসে আটকে আছি। কখন ফেরী পার হতে পারবো জানি না। তীব্র গরমে গাড়ীর মধ্যে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে।

  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, পণ্যবাহী যানবাহনের চাপ রয়েছে। যাত্রীবাহী বাস ও কাঁচামালবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় অপচনশীল ট্রাকের সারি তৈরি হয়েছে। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ