ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
ডায়রিয়া প্রতিরোধে মহিলা এমপি রুমা কর্তৃক রাজবাড়ী সদর হাসপাতালে পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৪-১৮ ১৪:৩৪:০৯

ডায়রিয়া প্রতিরোধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার উদ্যোগে রাজবাড়ী সদর হাসপাতালে পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন করা হয়েছে।

  গতকাল ১৮ই এপ্রিল দুপুরে তিনি হাসপাতালের জরুরী বিভাগের পাশে ৮০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন এই পানি বিশুদ্ধকরণ ফিল্টারটির উদ্বোধন করেন। 

  এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এস.এম.এ হান্নান, সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় সমাজসেবক আক্তারুর জামান তরু, রাজবাড়ী পৌর যুব মহিলা লীগের সভাপতি মুক্তি রাণী কর, এমপি সালমা চৌধুরী রুমার ব্যক্তিগত সহকারী সুজন চৌধুরী, ফারুক খান প্রমুখ উপস্থিত ছিলেন। পানি বিশুদ্ধকরণ ফিল্টার উদ্বোধন শেষে এমপি সালমা চৌধুরী রুমা হাসপাতালে ভর্তি ডায়রিয়া রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খবর নেন। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ