ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সেমাই কারখানা-খাবার হোটেলের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৪-১৯ ১৪:৪১:৩৬

রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু’র নেতৃত্বে গতকাল ১৯শে এপ্রিল সকালে শহরের নতুন বাজার, বিসিক ও ভবানীপুরের সেমাই কারখানা এবং বড়পুল এলাকার খাবার হোটেলগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

  অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় খাদ্যপণ্যে অবৈধ রং ব্যবহারের দায়ে বিসিকের কাজী ফুড প্রোডাক্টসকে ২হাজার টাকা জরিমানা ও প্রায় ২০০ গ্রাম অবৈধ রং জব্দ করে ধ্বংস এবং অস্বাস্থ্যকর পোড়া তেল ব্যবহারের দায়ে বড়পুলের সোনাপুর হোটেলকে ২হাজার টাকা জরিমানা ও প্রায় ৪/৫ লিটার পোড়া তেল জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও বাধ্যতামূলক পাটপণ্য ব্যবহার আইনের সংশ্লিষ্ট ধারায় ১জন ব্যবসায়ীকে ১হাজার টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি সরকারী আইন ও বিধি-বিধান মেনে চলার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।

  জেলা স্যানিটারী ইন্সপেক্টর, পাট কর্মকর্তা ও পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 

আন্তর্জাতিক নৃত্য দিবসে রাজবাড়ীতে নৃত্যানুষ্ঠান
রাজবাড়ীতে পুনরায় পরীক্ষা নেয়ার দাবীতে মানববন্ধন
রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
সর্বশেষ সংবাদ