ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
ভোক্তা অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী সদরের খানখানাপুর বাজারের ৩টি মিষ্টির দোকানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৪-২০ ১৪:১১:০৬

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে গতকাল ২০শে এপ্রিল সদর উপজেলার খানখানাপুর বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। 

  অভিযানকালে ভোক্তাদের ঠকানোর জন্য অতিরিক্ত ওজনের প্যাকেটে মিষ্টি বিক্রি, মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা ও মিষ্টিতে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় খানখানাপুর বাজারের আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, কণিকা মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা ও মালেক মিষ্টান্ন ভান্ডারকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

  এছাড়াও অভিযানকালে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ যথাযথভাবে মৌসুমী ফল ও ইফতার সামগ্রী বিক্রির জন্য বিক্রেতাদের নির্দেশনা প্রদান করা হয়। 

  রাজবাড়ী সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা অভিযানে সহযোগিতা করেন।    

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ