ষাটোর্ধ্ব ফটিক মোল্লার আদি বসতবাড়ী ছিল পদ্মা নদীর পাড়ে। পদ্মার ভাঙনে সেই বসতবাড়ী ও আবাদী জমি হারাতে হয় তাকে।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিস শেখের পাড়ায় অন্যের জায়গায় ঝুপড়ি ঘর তুলে বসবাস করে আসছিল সে। ফটিক মোল্লার মতোই পরাশ্রিত জীবন চলছিল একই বয়সী মোজাহার মোল্লা ও হারু মোল্লার। এমনি দুর্দিনে সরকারী আশ্রয়ণ প্রকল্পে জমিসহ ঘর পেয়ে তাদের কপাল খুলেছে। বর্তমানে তারা দৌলতদিয়ার আক্কাছ আলী হাই স্কুলের পিছনের আশ্রয়ণে বরাদ্দ পাওয়া সরকারী পাকা ঘরে বসবাস করছে। তাদের মতো ৬০টি দরিদ্র-ভূমিহীন পরিবার এখানে আশ্রয় পেয়েছে।
ফটিক মোল্লা বলেন, অভাব-অনটনের সাথে অন্যের জমিতে করা ঝুপড়ি ঘরে সময় কাটাতে হতো। এখন সরকারের দেয়া পাকা ঘর পেয়েছি। আমাদের মতো অসহায় পরিবারগুলো প্রতিবেশী-স্বজন পেয়েছে। এই শান্তির জায়গায় বসবাস করে মরে গিয়েও শান্তি পাবো। অবসর সময়ে আমরা বয়স্করা ঘরের বারান্দায় বসে সময় কাটাই। গল্প করি। ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করি।
মোজাহার মোল্লা বলেন, পদ্মার ভাঙনে সব হারিয়ে দীর্ঘ সময় আমরা ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটিয়েছি। এখানে এসে অনেক আপনজন পেয়েছি। বন্ধু-স্বজন পেয়েছি। ভালোভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই এটা সম্ভব হয়েছে। আল্লাহর কাছে তার জন্য দোয়া করি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক বলেন, ঘরগুলো সুন্দরভাবে নির্মিত হয়েছে এবং অনেক ভেবে-চিন্তে জায়গা নির্ধারণ করা হয়েছে। সুবিধাভোগীরা যেন সুন্দর পরিবেশে বসবাস করতে পারেন সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা হয়েছে।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ভূমিহীনদের জন্য নির্মিত ঘরগুলো সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। এখন পর্যন্ত সুবিধাভোগীদের কাছ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।