পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গত ২০শে এপ্রিল বিকালে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মেদ, গোয়ালন্দের এফ.কে টেকনিক্যাল এন্ড বিএম মহিলা কলেজের অধ্যক্ষ ফকীর আব্দুল কাদেরসহ আমন্ত্রিত অতিথিগণ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।