রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২১শে এপ্রিল দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।