আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে সংশ্লিষ্টদের নিয়ে গতকাল ২১শে এপ্রিল বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার আজিজুল হকের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, ট্রাফিক ইন্সপেক্টর তারক পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসান, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হানসহ বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ঈদের সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী ও লঞ্চের সংখ্যা বাড়ানো, পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।