ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে বই দিবস পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৪-২৩ ১৪:৪১:০০

সামাজিক সংগঠন রাজবাড়ী একাডেমির উদ্যোগে গতকাল শনিবার রাজবাড়ীতে বই দিবস পালিত হয়েছে। 
  এ দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় শহরের বড়পুল মেজবাহ উল করিম রিন্টু সাংস্কৃতিক কেন্দ্রে কুইজ প্রতিযোগিতা, বই বিনিময় ও বই পড়ার অভিজ্ঞতা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। 
  রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বই পড়ার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, কবি সালাম তাসির, রাজবাড়ী একাডেমির সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল্লাহ, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, কমল কুমার সরকার, চিত্রশিল্পী মোহাম্মদ গোলাম আলী, শিক্ষক গোলাম সারোয়ার, রেজাউল করিম, নুরতাজ তাজিয়া, সৌমিত্র শীল, আরডিএ’র সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, শিক্ষক রাবেয়া লিপি, শিক্ষক শাহেদ আলী, শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, শিক্ষক ফারহানা জাহান মিনি, আতাউর রহমান, শাহ মুজতবা রশীদ আল কামাল,আব্দুর জব্বার, নুরুল হক আলম, সুরজিৎ চক্রবর্তী, শিক্ষক তাহমিনা মুন্নি, শিক্ষার্থী সৌরভ চক্রবর্তী,নীলয় সাহা, সৌম্যজিৎ দাস, সনোকা, শাহরিয়ার হক শিমুল, দিপ্ত ও সপ্তদীপা প্রমুখ। 
  এ ছাড়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠক, কর্মী ও সুধিজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় ৭জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই নিজেদের মধ্যে বই বিনিময় করেন।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ