ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
দৌলতদিয়ায় দীর্ঘ যানজট অব্যাহত॥জনদুর্ভোগ চরমে
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৪-২৩ ১৪:৪১:৫৮

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দীর্ঘ যানজট অব্যাহত রয়েছে। এতে প্রচন্ড গরমের মধ্যে আটকে থাকা যানবাহনগুলোর যাত্রী ও চালক-শ্রমিকদের ভোগান্তি চরমে উঠেছে। 

  গতকাল ২৩শে এপ্রিল দুপুরে সরেজমিনে ঘুরে দৌলতদিয়া ঘাট থেকে বাংলাদেশ হ্যাচারী পর্যন্ত মহাসড়কের প্রায় ৪ কিঃ মিঃ জুড়ে আটকে থাকা যানবাহনের সারি দেখা যায়। বরাবরের মতোই এর অধিকাংশই পণ্যবাহী ট্রাক। এছাড়া বেশকিছু যাত্রীবাহী বাসও আটকে থাকতে দেখা যায়।   

  সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ভাঙ্গারী মালামাল নিয়ে আসা একটি ট্রাকের চালক পলাশ মাহমুদ বলেন, গত রাত ১২টার দিকে গোয়ালন্দ মোড়ে এসে আটকা পড়ি। আজ সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় এসে আবারও সিরিয়ালে আটকা পড়েছি। নদী পার হতে এত কষ্ট আর সহ্য হয় না। 

  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী সংকটের পাশাপাশি অতিরিক্ত গাড়ীর চাপে যানজট তৈরি হচ্ছে। তবে কাঁচামাল ও ফলবাহী ট্রাক, ব্যক্তিগত ছোট গাড়ী ও যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ